লবণাক্ততা ব্যবস্থাপনা ও গবেষণা কেন্দ্র, গাগরামারী, বটিয়াঘাটা, খুলনা। খুলনা ডাকবাংলার মোড় হতে খুলনা চালনা সড়কের দিকে ১৭ কি.মি. রাস্তার ডান পাশে অবস্থিত। গল্লামারি হতে ১৩ কি.মি. দক্ষিনে রাস্তার ডান পাশে অবস্থিত এবং বটিয়াঘাটা বাজার হতে লবণাক্ততা ব্যবস্থাপনা ও গবেষণা কেন্দ্রটি ৫ কি.মি. দূরে অবস্থিত।
পত্র যোগাযোগ
প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট
লবণাক্ততা ব্যবস্থাপনা ও গবেষণা কেন্দ্র
গ্রাম: গাগরামারি
ডাকঘর: বয়ারভাংগা
বটিয়াঘাটা, খুলনা
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস