Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

লবণাক্ততা ব্যবস্থাপনা ও গবেষণা কেন্দ্রে (SMRC) হচ্ছে কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (SRDI) এর একটি সরকারী প্রতিষ্ঠান। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (SRDI)  কৃষি, মৃত্তিকা ও সার নিয়ে গবেষণায় নিয়োজিত রয়েছে বিধায় প্রতিষ্ঠানটি NARS (National Agricultural Research System) ভুক্ত। ১৯৬১ সালে সয়েল সার্ভে প্রজেক্ট অব পাকিস্থান নামে কার্যক্রম শুরু। ১৯৭২ সালে সয়েল সার্ভে অব বাংলাদেশ নামে কার্যক্রম অব্যাহত থাকে। ১৯৮৩ সাল থেকে উক্ত নাম পরিবর্তিত হয়ে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট নামে কার্যক্রম পরিচালনা করে আসছে। লবণাক্ততা ব্যবস্থাপনা ও গবেষণা কেন্দ্র, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এর একটি গবেষণা প্রতিষ্ঠান যা খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ঘাগরামারী মৌজায় অবস্থিত। লবণাক্ততা ব্যবস্থাপনা ও গবেষণা কেন্দ্র 1992 সালে Soil Testing Management & SRDI Development project এর উপাদান হিসেবে যাত্রা শুরু করে। অতঃপর 1994 সালে জনবল নিয়োগ এবং 1995 সালে ভূমি অধিগ্রহণ করা হয়। অফিস স্থাপনার কাজ 1997 সালে শুরু হয়ে শেষ হয় 1999 সালে। 2001 সালে গবেষণা কেন্দ্রটির  কার্য্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু হয়।