১. মোবাইল ফোন এবং সিআইসির মাধ্যমে ইনস্টিটিউট কর্তৃক সৃজিত মৃত্তিকা উর্বরতা বিষয়ক বিশাল তথ্য-উপাত্তের ভিত্তিতে দেশের যে কোন অঞ্চলের কৃষকের চাহিদা অনুযায়ী ফসলের ডিজিটাল (অনলাইন) সার সুপারিশ।
২. এসআরডিআই এর ডিজিটাল সার সুপারিশ ওয়েব সাইট www.frs-bd.com ব্যবহার করে বাংলাদেশের প্রায় সমস্ত ইউনিয়নের জমিতে ফসল ভিত্তিক সুষম সারের পরিমাণ জেনে নিন, অধিক ফসল ঘরে নিন। সুষম সার প্রয়োগ করলে ফলন বাড়ে, খরচ কমে, মাটির স্বাস্থ্য ভাল থাকে এবং ফসলে রোগ বালাই ও পোকার আক্রমন কম হয়।
খ) সমস্যাক্লিষ্ট মৃত্তিকা ব্যবস্থাপনা বিষয়ক গবেষণাঃ
১. লবণাক্ততা ব্যবস্থাপনা বিষয়ক প্রযুক্তি উদ্ভাবন।
গ) প্রযুক্তি হস্তান্তরঃ
১. লবণাক্ততা ব্যবস্থাপনা বিষয়ক প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে কৃষকের জমিতে প্রদর্শণী স্থাপন ।
২. কৃষির সাথে সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মীদেরকে লবণাক্ততা ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান।
৩. মাটির নমুনা সংগ্রহ,সুষম সার ব্যবহার ও লবণাক্ততা ব্যবস্থাপনা বিষয়ে কৃষক প্রশিক্ষণ প্রদান।
৪. সরেজমিনে ভেজাল সার সনাক্তরণ বিষয়ে জেলা, উপজেলা ও ব্লক পর্যায়ের কৃষি কর্মকর্তা, সারের ডিলার ও কৃষকদেরকে প্রশিক্ষণ প্রদান।
৫. প্রযুক্তি বিস্তারের লক্ষ্যে ডকুমেন্টরী ফিল্ম, লিফলেট, পুস্তিকা, পোষ্টার প্রকাশ/প্রদর্শণ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS